Bangladesh Army Job Circular 2025 | বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

Photo of author

By Bela Jobs

Sharing Is Caring:

Bangladesh Army Job | বাহিনীটি ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্সে অফিসার পদে পুরুষ ও নারী নিয়োগ দিচ্ছে

Bangladesh Army Job

Bangladesh Army Job : বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com

এক নজরে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সেনাবাহিনী
চাকরির ধরনসরকারি চাকরি
প্রকাশের তারিখ১০ জানুয়ারি ২০২৫
পদ ও লোকবল২ ক্যাটাগরি 
চাকরির খবরবেলা জবস
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১০ জানুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ০৮ ফেব্রুয়ারি ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইটhttps://join.army.mil.bd

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোর্স: ৮৫তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭০তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স

সাধারণ (General)এএফএমসি (AFMC)
 আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা ব্যতিত সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। শুধুমাত্র আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (AFMC), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে পাশকৃত আবেদনকারী প্রার্থীগণ এএফএমসি (AFMC) প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

শিক্ষাগত যোগ্যতা (ন্যুনতম):

ক। আর্মি মেডিকেল কোর (এএমসি) – (পুরুষ/মহিলা):
১। এমবিবিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।

ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’ও‌’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।

১। বিডিএস ডিগ্রী (সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল/ডেন্টাল কলেজ)।
২। ইন্টার্ণশীপ সম্পন্নকারী (বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন পূর্বক ইন্টার্নশীপ সার্টিফিকেট জমা করতে হবে)।
৩। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক:
ক) জাতীয় মাধ্যম: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়)।
খ) ইংরেজী মাধ্যম: ‌‌‌‌‌‌‌‌‌‌’ও‌’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯.০০ (তবে, যে কোন পরীক্ষায় জিপিএ-৪.৫০ এর কম নয়); এ ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে নম্বর সমতাকরণ সনদপত্র (Equivalence Certificate) গ্রহণ করা আবশ্যক।

বয়সসীমা: ১ জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণে ৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।

Apply Now

Leave a Comment