Bangladesh Bank Job Circular 2025 | বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

Photo of author

By Bela Jobs

Bangladesh Bank Circular

Bangladesh Bank Circular : বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Bangladesh Bank Niyog Biggopti) প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগটি তাদের www.bb.org.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিয়োগে বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন |

আপনি যদি বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ ব্যাংক
নিয়োগ প্রকাশের তারিখ:২১ এপ্রিল ২০২৫
চলমান নিয়োগ:০১ টি
পদের সংখ্যা:৬০৮ জন
বয়সসীমা:১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.bb.org.bd
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:২১ মে ২০২৫ বিকাল ৫:০০ টা পর্যন্ত
আবেদনের মাধ্যম:অনলাইনে
আবেদনের ঠিকানা:erecruitment.bb.org.bd
১। প্রোগ্রামার (গ্রেড-৬) –০২ জন।
২। সিনিয়র অফিসার (IT) (গ্রেড-৯) –১৬৬ জন।
৩। এসিস্ট্যান্ট প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯) –৩৫ জন।
৪। এসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার/এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি (গ্রেড-৯) –৬৯ জন।
৫। এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর (গ্রেড-৯) –০২ জন।
৬। অফিসার (IT) (গ্রেড-১০) –৩৩২ জন।
৭। এসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার (গ্রেড-০৯) –০২ জন।

বয়সসীমা : প্রার্থীর বয়সসীমা ১৮/১১/২০২৪ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ২১ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Apply Now