CODEC NGO Job Circular 2025 | কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি

Photo of author

By Bela Jobs

CODEC NGO Job

CODEC NGO Job : কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (CODEC NGO Job Circular 2025) প্রকাশিত হয়েছে। কোডেক নিয়োগটি তাদের www.codec.org.bd অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

আপনি যদি কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com

প্রকাশের তারিখ:১৩ মার্চ ২০২৫
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:২০ মার্চ ২০২৫
প্রতিষ্ঠানের নাম:কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
নিয়োগ প্রকাশের তারিখ:১৩ মার্চ ২০২৫
পদের সংখ্যা:অসংখ্য জন
বয়সসীমা:১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন:এনজিও চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট:www.codec.org.bd
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:২০ মার্চ ২০২৫
আবেদনের মাধ্যম:ডাকযোগে

তথ্য : জাতীয় পর্যায়ের বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কর্মএলাকা চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের ১৩৭টি শাখার অধীনে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে ।

পদের নাম: যোনাল ব্যবস্থাপক (মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর
অভিজ্ঞতা:যোনাল ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম তিন (০৩) বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স :সর্বোচ্চ ৩৫ বছর ।
বেতন:আলোচনা সাপেক্ষ।
অন্যান্য সুযোগ সুবিধা: শিক্ষানবীশকাল ৩ মাস। যোগ্যতা ও কাজের দক্ষতার ভিত্তিতে ৩ মাস পর চাকুরী নিয়মিতকরণ করা হবে। শিক্ষানবীশকাল শেষে চাকুরী নিয়মিতকরনের পর সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসাভাতা, যাতায়াতভাতা, মোবাইলভাতা, লাঞ্চ ভাতা, পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রনোদনা ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। উল্লেখ্য, মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।

1.মহিলা প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি

2.সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি

3. জাতীয় পরিচয়পত্রের কপি

4. যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী মার্চ ২০, ২০২৫ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর –

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক), কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী আ/এ, হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২।

কোডেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • phone 150x150 1 কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-CODEC NGO Job Circular 2025 হেল্পলাইন নম্বর: +880-1730-004510 এ কল করুন।
  • website icon 11 150x150 copy কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-CODEC NGO Job Circular 2025 অফিসিয়াল ওয়েবসাইট: www.codec.org.bd

Leave a Comment