১৪ আক্টোবর ২০২৪ | ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Dhaka BRT Job Circular 2024
আপনি যদি ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন:https://belajobs.com
Dhaka Bus Rapid Transit Company Limited DBRT Job Circular 2024। ‘ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (ঢাকা বিআরটি)’ একটি শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানী। কোম্পানীর বর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে উল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশের নাগরিকগণের নিকট হতে নিম্নোক্ত শর্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড |
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সর্ম্পকে সংক্ষেপঃ
সংস্থার নামঃ ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড।
পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।
পোষ্ট ক্যাটাগরীঃ ০৪।
মোট পদ সংখ্যাঃ ০৪।
চাকরির ধরনঃ ফুল টাইম
বেতন স্কেলঃ ১,০৫,০০০- ৭৯,০০০ টাকা।
চাকরির ধরনঃ সরকারি চাকরি.
সার্কুলার প্রকাশিত তারিখঃ ০১ সেপ্টেম্বর ২০২৪।
আবেদন শুরু তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০টা থেকে।
আবেদনের শেষ তারিখঃ ১৪ আক্টোবর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।
ঢাকা বিআরটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
পদের নামঃ উপ-মহাব্যবস্থাপক (অপারেশন)।
গ্রেডঃ কোম্পানী গ্রেড-০৩
বেতন স্কেলঃ ১,০৫,০০০/- এবং বিধি-মোতাবেক অন্যান্য ভাতাদি ।
বয়সঃ অনূর্ধ্ব ৫০ বৎসর।
কর্মপরিধিঃ
- সরঞ্জাম সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, যানবাহন পরিচালনা, রাজস্ব ব্যবস্থাপনা, নিরাপত্তা ও যাত্রীসেবা চুক্তি সম্পাদন।
- বাস অপারেটর ও বাস অপারেটিং চুক্তির শর্ত পরিপালন।
পরিবহন পরিকল্পনা প্রণয়ন। - বিআরটি বাস অপারেশন নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাপনা।
- বিআরটি সিস্টেম ও রুট পরিকল্পনা; আইটিএস কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ব্যবস্থাপনা।
- বিআরটি বাসের যাত্রীসেবা সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা।
- বিআরটি সার্ভিসের অবকাঠামো ও অপারেশন পরিকল্পনা।
- বিআরটি যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন সমীক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ।
- বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে ৫.০ স্কেলে ৩.৫, ৪.০ স্কেলে ২.৫ সিজিপিএ বা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা সড়ক পরিবহন সংক্রান্ত কোন বিষয়ে অনুরুপ সিজিপিএ বা সমমানের স্নাতক ডিগ্রী; তবে শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। অন্যূন ১২ বৎসর কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনূন্য ২ বৎসর সংশ্লিষ্ট ক্ষেত্রে ঊর্ধ্বতন পদে কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা। সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য।
পদের নামঃ উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন)।
গ্রেডঃ কোম্পানী গ্রেড-০৩
বেতন স্কেলঃ ১,০৫,০০০/- এবং বিধি-মোতাবেক অন্যান্য ভাতাদি ।
বয়সঃ অনূর্ধ্ব ৫০ বৎসর।
কর্মপরিধিঃ
- প্রশাসনিক ব্যবস্থাপনা।
- বেতন-মজুরিসহ মানবসম্পদ ব্যবস্থাপনা।
- প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন।
- বাজেটিং।
- হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা।
- অভ্যন্তরীন নিরীক্ষণ।
- রাজস্ব ব্যবস্থাপনা (বাস ভাড়া, পার্কিং এবং বিজ্ঞাপন।
- ক্লিয়ারিং হাউজ ব্যবস্থাপনা।
- বাস বহর উন্নয়ন ফান্ড ব্যবস্থাপনা।
- সময়ে সময়ে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে ৫.০ স্কেলে ৩.৫, ৪.০ স্কেলে ২.৫ সিজিপিএ বা সমমানের হিউম্যান রিসোর্স/ ম্যানেজমেন্ট/ কমার্স/ ফিন্যান্স/ একাউন্টিং/ বিজনেস এডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী; তবে শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। অন্যূন ১২ বৎসর কর্ম অভিজ্ঞতা, তন্মধ্যে অনূন্য ২ বৎসর সংশ্লিষ্ট ক্ষেত্রে ঊর্ধ্বতন পদে কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা। সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য।
পদের নামঃ ব্যবস্থাপক (প্রশাসন)।
গ্রেডঃ কোম্পানী গ্রেড-০৪
বেতন স্কেলঃ ৭৯,০০০/- এবং বিধি-মোতাবেক অন্যান্য ভাতাদি ।
বয়সঃ অনূর্ধ্ব ৪০ বৎসর।
কর্মপরিধিঃ
- প্রশাসনিক ও মানব সম্পদ ব্যবস্থাপনা কৌশল
- প্ৰণয়ন;
- মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা;
- অনূর্ধ্ব – পদ্ধতি ও রীতিনীতি উন্নয়ন
- বাস্তবায়ন; এবং
- সময়ে সময়ে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে ৫.০ স্কেলে ৩.৫, ৪.০ স্কেলে ২.৫ সিজিপিএ বা সমমানের হিউম্যান রিসোর্স / ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী তবে শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। অন্যূন ৮ (আট) বৎসর সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা থাকতে হবে।
পদের নামঃ ব্যবস্থাপক (নিরাপত্তা) ব্লক পোস্ট।
গ্রেডঃ কোম্পানী গ্রেড-০৪
বেতন স্কেলঃ ৭৯,০০০/- এবং বিধি-মোতাবেক অন্যান্য ভাতাদি ।
বয়সঃ অনূর্ধ্ব ৪৫ বৎসর।
কর্মপরিধিঃ
- ঢাকা বিআরটি কোম্পানির জন্য নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুতকরণ।
- ঢাকা বিআরটি অফিস, ডিপো, করিডোর ও স্টেশনসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।
- বিআরটি করিডোর ও চলমান সড়কের নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও পর্যবেক্ষণ।
- দুর্ঘটনা ও জরুরী পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
- নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রচার ও প্রচারণা।
- নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মিডিয়া, পুলিশ, সরকারি সংস্থা ইত্যাদির সাথে নিয়মিত যোগাযোগ।
- সময়ে সময়ে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন নেতৃত্ব প্রদানে সক্ষমতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে ৫.০ স্কেলে ৩.৫, ৪.০ স্কেলে ২.৫ সিজিপিএ বা সমমানের যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রী; তবে শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। সামরিক, আধাসামরিক ও আইনশৃঙ্খলা কর্মঅভিজ্ঞ বাহিনীতে অগ্রগণ্য।
অন্যূন ৮ (আট) বৎসর সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা থাকতে হবে।