Jail Prison Guard Job Circular 2025 | কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি

Photo of author

By Bela Jobs

Jail Prison Guard Job

Jail Prison Guard Job : কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। জেল পুলিশের কারারক্ষী নিয়োগটি তাদের www.prison.gov.bd অফিশিয়াল ওয়েবসাইটে ও দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন | আবেদন শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ হতে। চাকরিতে আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটের prison.teletalk.com.bd মাধ্যমে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আপনি যদি কারা অধিদপ্তরে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com

প্রতিষ্ঠানের নাম:কারা অধিদপ্তর
নিয়োগ প্রকাশের তারিখ:১৪ ফেব্রুয়ারি ২০২৫
পদের সংখ্যা:৫০৫ জন
বয়সসীমা:১৮ থেকে ২১ বছর
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি বা সমমান পাশ
চাকরির ধরন:সরকারি
অফিসিয়াল ওয়েব সাইট:www.prison.gov.bd
আবেদনের শুরু তারিখ:১৭ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের শেষ তারিখ:১৬ মার্চ ২০২৫
আবেদনের মাধ্যম:অনলাইনে
আবেদনের ঠিকানা:http://prison.teletalk.com.bd
পদের নামঃ কারারক্ষী
পদ সংখ্যাঃ ৩৭৮ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় সার্টিফিকেট উত্তীর্ণ।
মাসিক বেতনঃ৯০০০-২১,৮০০/- টাকা।
(১) উচ্চতা:১.৬৭ মিটার
(২) বুকের মাপ :৮১.২৮ সেন্টিমিটার।
(৩) ওজন:৫২ কেজি
পদের নামঃ কারারক্ষী মহিলা
পদ সংখ্যাঃ১২৭ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মাসিক বেতনঃ৯০০০-২১,৮০০/- টাকা।
(১) উচ্চতা :১.৫৭ মিটার।
(২) বুকের মাপ :৭৬.৮১ সেন্টিমিটার।
(৩) ওজন:৪৫কেজি।

আবেদনের শুরু সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় : ১৬ মার্চ ২০২৫ তারিখ বিকেল ০৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।

Apply Now

Leave a Comment