আবেদনের শেষ সময় : ৩০ এপ্রিল ২০২৫ তারিখ | PBK Job Circular
PBK Job Circular | পল্লী বিকাশ কেন্দ্র বিভিন্ন পদে মােট অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে।

PBK Job Circular : পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (PBK Job Circular 2025) প্রকাশিত হয়েছে। পিবিকে নিয়োগটি তাদের www.pbk-bd.org অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে/ই-মেইল আবেদন করতে পারবেন।
আপনি যদি পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com
PBK Job Circular 2025
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়
নিয়োগ প্রকাশের তারিখ: | ০৭ এপ্রিল ২০২৫ |
আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ: | ৩০ এপ্রিল ২০২৫ |
এক নজরে পিবিকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: | পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) |
নিয়োগ প্রকাশের তারিখ: | ০৭ এপ্রিল ২০২৫ |
চলমান নিয়োগ: | ০১টি |
পদের সংখ্যা: | ০২ জন |
বয়সসীমা: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
চাকরির ধরন: | এনজিও চাকরি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.pbk-bd.org |
আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ: | ৩০ এপ্রিল ২০২৫ |
আবেদনের মাধ্যম: | ডাকযোগে/ই-মেইল |
পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
প্রতিষ্ঠানের নাম: | পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)। |
পদের নাম: | জোনাল ম্যানেজার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)। |
পদসংখ্যা: | ০২ জন। |
শিক্ষাগত যোগ্যতা: | প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনে একটির বেশী তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়। |
অভিজ্ঞতা: | এমআরএ সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ সহযোগী যেকোন স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২০টি শাখা ও ৮০-১০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় নূন্যতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ কমপক্ষে সর্বমোট ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। |
প্রার্থীর ধরন: | আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। |
কর্মক্ষেত্র: | অফিসে। |
বয়সসীমা: | অনুর্ধ্ব ৪৫ বছর। |
কর্মস্থল: | বাংলাদেশের যে কোনো স্থানে। |
মাসিক বেতন: | মাসিক বেতন-ভাতা স্থায়ীকরণের পূর্বে ৭০,০০০/= টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক ৭৮,৫৫০/= টাকা প্রদান হবে। মাসিক ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অর্ন্তভূক্ত নয়। |
অন্যান্য সুবিধা: | চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। স্থায়ী কর্মীগণ সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধা প্রাপ্য হবেন। |
পল্লী বিকাশ কেন্দ্র নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে আগ্রহী প্রার্থীদেরকে –
1.লিখিত আবেদনপত্র
2. জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ)
3.জাতীয় পরিচয়পত্রের কপি
4.ড্রাইভিং লাইসেন্সের কপি
5.সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি
6.অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি
7.এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ
আবেদন আগামী ১০ মার্চ ২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
আবেদন ও যোগাযোগের ঠিকানা:
প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল– [email protected]
আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
Pally Bikash Kendra Job Circular
হেল্পলাইন/যোগাযোগ
পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
হেল্পলাইন নম্বর: +880-1713337660 এ কল করুন।
অফিসিয়াল ওয়েবসাইট: www.pbk-bd.org
- যোগাযোগের ঠিকানা : প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।