আবেদনের শেষ সময় : ২০ মে ২০২৫ তারিখ | Proshika NGO Job
Proshika NGO Job | প্রশিকা এনজিও বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে।

Proshika NGO Job : প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্ৰ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Proshika NGO Job Circular 2025) প্রকাশিত হয়েছে। প্রশিকা নিয়োগটি তাদের www.proshikabd.com অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে। প্রশিকা এনজিও বিভিন্ন পদে অসংখ্য জন লােক নিয়ােগ দেওয়া হবে। আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
আপনি যদি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্ৰ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com
এক নজরে প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রতিষ্ঠানের নাম: | প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্ৰ |
নিয়োগ প্রকাশের তারিখ: | ২০ এপ্রিল ২০২৫ |
পদের সংখ্যা: | ৩০০ জন |
বয়সসীমা: | ১৮-৩০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
চাকরির ধরন: | এনজিও চাকরি |
অফিসিয়াল ওয়েব সাইট: | www.proshikabd.com |
আবেদনের শুরু তারিখ: | আবেদন শুরু হয়েছে |
আবেদনের শেষ তারিখ: | ২০ মে ২০২৫ |
আবেদনের মাধ্যম: | অনলাইনে/ডাকযোগে |
প্রশিকা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – সম্পর্কিত সকল তথ্য নিচে উল্লেখ করা হলো-
পদের নাম: | শিক্ষানবিস উন্নয়ন কর্মী (ঋণ কার্যক্রম)। |
পদ সংখ্যা | ৩০০ |
শিক্ষাগত যোগ্যতা: | ন্যূনতম স্নাতক/সমমান পাস (স্নাতক ফলপ্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই)। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে। এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে। |
বেতন/ভাতা: | শিক্ষানবিস কালে মাসিক বেতন ১৮,০০০/- (আঠারো হাজার) টাকা। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা ২,৮০০/- (দুই হাজার আটশত) টাকা এবং মোবাইল ভাতা ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) টাকা প্রদান করা হবে। |
অন্যান্য সুবিধা: | চাকুরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবে ২(দুই) টি উৎসব ভাতা দেয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার ৫০%। |
কর্মস্থল: | বাংলাদেশে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যেকোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা। |
প্রার্থীর বয়স ও শর্তাবলি: আবেদনকারীর বয়স ২০/০৫/২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। শিক্ষানবিস কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকুরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে। প্রশিকায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না।
প্রশিকা এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ
আপনি যদি আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে –
পরিচালক, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, আই/১-গ, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফিঃ
আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে “প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র” অথবা “Proshika Manobik Unnayan Kendra” হিসাবের নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখার হিসাব নম্বরে জমা দিতে হবে।
আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ২০ মে ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।