Seheo Ngo Job Circular 2025 | সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

Photo of author

By Bela Jobs

Sharing Is Caring:
SEHEO NGO Job

Seheo Ngo Job : সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (SEHEO NGO Job Circular 2025) প্রকাশিত হয়েছে। সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন নিয়োগটি তাদের www.seheobd.org অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করেছে ২৫ মার্চ ২০২৫ তারিখে। আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে/ডাকযোগে আবেদন করতে পারবেন।

আপনি যদি সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন www.belajobs.com

নিয়োগ প্রকাশের তারিখ:২৫ মার্চ ২০২৫
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:২৪ এপ্রিল ২০২৫
প্রতিষ্ঠানের নাম:সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন (সিও)
নিয়োগ প্রকাশের তারিখ:২৫ মার্চ ২০২৫
পদের সংখ্যা:৩৯৯ জন
বয়সসীমা:১৮-৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা:৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ
চাকরির ধরন:এনজিও চাকরি
অফিসিয়াল ওয়েব সাইট:www.seheobd.org
আবেদনের শুরু তারিখ:আবেদন শুরু হয়েছে
আবেদনের শেষ তারিখ:২৪ এপ্রিল ২০২৫
আবেদনের মাধ্যম:অনলাইনে/ডাকযোগে

পদের নাম: পরিচালক প্রশাসন ও মানব সম্পদ
পদের সংখ্যা- ০১ জন

পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ)
পদের সংখ্যা-০১ জন

পদের নাম: সহকারী পরিচালক-ঋণ কর্মসূচী
পদের সংখ্যা-০৩ জন

পদের নাম: জোনাল ম্যানেজার-ঋণ কর্মসূচী
পদের সংখ্যা-০8 জন

পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদের সংখ্যা-০৭ জন

পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক
পদের সংখ্যা-২০ জন

পদের নাম: আইটি অফিসার
পদের সংখ্যা-০৩ জন

পদের নাম: জোনাল হিসাবরক্ষক
পদের সংখ্যা-০৫ জন

পদের নাম: অডিট ও মনিটরিং অফিসার
পদের সংখ্যা-০৫ জন

পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদের সংখ্যা ২০ জন

পদের নাম: সহকারী শাখা হিসাবরক্ষক
পদের সংখ্যা-৩০ জন

পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার
পদের সংখ্যা-১৫০ জন

পদের নাম: ফিল্ড অফিসার
পদের সংখ্যা-১৫০ জন

সিও নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে নিজ হাতে লিখিত আবেদনপত্র আগামী ২৪ এপ্রিল, ২০২৫ ইং তারিখের মধ্যে পরিচালক- মানবসম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০ বরাবর সরাসরি / কুরিয়ার/ডাকযোগে পৌঁছাতে হবে।

ক্রমিক নম্বর ১ থেকে ৫ নম্বর পদে ১৫০/-, ৬ থেকে ১০ নম্বর পদে ১০০/- এবং ১১ থেকে ১৩ নম্বর পদে ৫০/- সিও, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর: ২৪০৭০০১০৩৭০৭৪ অথবা সিও, এনআরবিসি ব্যাংক পিএলসি, ঝিনাইদহ শাখা এস এন ডি হিসাব নম্বর: ৫০৩৫৩৬৪০০০০০০০৪ এ রেজিষ্ট্রেশন ফি অনলাইনের মাধ্যমে জমা করে জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদনের শুরু সময় : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ সময় : ২৪ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন (সিও) নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।

  • phone 150x150 1 সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-SEHEO NGO Job Circular 2025 হেল্পলাইন নম্বর: +8802477747029 এ কল করুন।
  • website icon 11 150x150 copy সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫-SEHEO NGO Job Circular 2025 অফিসিয়াল ওয়েবসাইট: www.seheobd.org

Leave a Comment