Associate Manager, Call Center Job Circular 2024 | ব্র্যাক ব্যাংক পিএলসি  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Photo of author

By Bela Jobs

Sharing Is Caring:

Associate Manager Job | ব্র্যাক ব্যাংক পিএলসি  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

Associate Manager Job : ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে চাকরি, স্নাতক পাসে আবেদন | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।

Associate Manager Call Center job

আপনি যদি ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেন । এখানে নতুন সকল প্রকার চাকরির খবর পাবেন সবার আগে এক সাথে । সকল নিয়োগ পরীক্ষার সময়- সূচি প্রকাশিত হয় । তাই সবার আগে আপডেট পেতে ভিজিট করুন:https://belajobs.com

Associate Manager, Call Center | এক নজরে ব্র্যাক ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, কল সেন্টার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো কল সেন্টারে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ব্যাংকের গ্রাহক সেবাসংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। গ্রাহককেন্দ্রিক মানসিকতা থাকতে হবে। ব্যবস্থাপনার দক্ষতাসহ উপস্থাপনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষ

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৪।

Apply Now

1. Four-year graduation in any discipline from any UGC-approved or accredited foreign university .

2. Minimum two years of working experience with Call Center field .

3. Pro-active, problem solver, positive attitude and customer centric mindset .

4. Having good command in presentation and negotiating skills .

5. Ability to maintain a team .

6. Having good interpersonal and management skill .

7. Having basic computer knowledge with MS Office (must have good expertise on Excel & PowerPoint) .

8. Previous Banking customer service-related experience with voice & non-voice channel will be an added advantage .

9. Proficient in customer centricity, self-propelled, and capability to meet deadlines .

Leave a Comment